RSS

Friday, June 18, 2010

আমার অন্নাপ্রাসান

আমার অন্নাপ্রাসানের কার্ড ও মএপটা এখানে দিলাম যাতে সবার সুবিধা হয়ে | ভুলে যেওনা দিনটা, শনিবার ২৬ সে জুন ২০১০, সকাল বেলা ১১ টা নাগাদ | অসুবিধা হলে বাবাকে বা মাকে ফোনে কোরো | তোমরা সবাই আসবে কিন্তু আমি তোমাদের সবার জন্য অপেক্ষা করে থাকব | সেদিন টা আমরা সবাই মিলে খুব আনন্দ করব |

উর্শিতা